বাংলাদেশের কাছে ১০০ কোটি ডলার পাবে ৫ ভারতীয় বিদ্যুৎ কোম্পানি
সংবাদের আলো ডেস্ক: বিদ্যুৎ সরবরাহকারী পাঁচটি ভারতীয় প্রতিষ্ঠানের একশ কোটি ডলারের বেশি পাওনা জমেছে বাংলাদেশের কাছে। এর মধ্যে ৮০০ মিলিয়ন বা ৮০ কোটি মার্কিন ডলার পাবে আদানি পাওয়ার। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস। বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানির নির্বাহীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এত টাকা বকেয়া সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। তবে এখন তারা বলছেন, এমনভাবে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। কেননা তাদের কোম্পানিকে অন্য অংশীজনদের কাছে জবাবদিহি করতে হয়।
বকেয়া এই অর্থের মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন পাবে আদানি পাওয়ার। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় স্থাপিত এক হাজার ৬০০ মেগাওয়াট কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে প্রতিষ্ঠানটি। গত ৩০ জুন পর্যন্ত এসইআইএল এনার্জি ইন্ডিয়ার পাওনা প্রায় ১৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি আছে। ভারতের রাষ্ট্রায়ত্ত এনটিপিসি তিন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় ৭৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিষ্ঠানটির পাওনা প্রায় ৮০ মিলিয়ন ডলার। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, গত ২৫ আগস্ট পর্যন্ত ভারতের পাওয়ার ট্রেডিং করপোরেশনের (পিটিসি) বাংলাদেশের কাছে পাওনা জমেছে ৪৬ মিলিয়ন ডলার। এছাড়া, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড বাংলাদেশের কাছে ২০ মিলিয়ন ডলার পাবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।