মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির শ্রদ্ধা

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগের নব গঠিত কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটি।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির শ্রদ্ধা

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, কো-চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, সদস্য সচিব মাশরাফি বিন মর্তুজা, সাবেক ফুটবলার আবদুল গাফফার, নাজমুল হুদা মিঠু, টুটুল, আশরাফ উদ্দিন চুন্নু ও কামাল হোসেন পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি (শনিবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১৪০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি ঘোষণা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ