রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের প্রেমে পড়েছেন পরীমণি, বললেন ‘থাকুক কিছু রহস্য জমা’

সংবাদের আলো ডেস্ক: প্রেম আসবেই- কথাটি সত্যি হয়ে ধরা দিয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনে। আবারও প্রেমে পড়েছেন তিনি। আর বিষয়টি নায়িকা নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। আজ সোমবার ভোরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরী। মাত্র ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাড়ির জানালায় আধো আলো- আধো আঁধারের আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ তাকে অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। কেউ নায়িকাকে সতর্কও করেছেন! তবে সেসবের কোনো জবাব দেননি পরীমণি। পাশাপাশি, মনের মানুষটি কে- এ বিষয়েও স্পষ্ট কিছু বলেননি তিনি।

এ প্রসঙ্গে জানতে পরীমণির সঙ্গে যোগাযোগ করে সময়ের কণ্ঠস্বর। তিনি বলেন, সময়ের সঙ্গে সব জানবেন। আর প্রেম মানেই তো সেই প্রেম নাও হতে পারে। অপেক্ষা করুন এমন পোস্ট কেন দিলাম জানবেন।নাকি নতুন কোনো কাজের শুটিং করছেন? প্রশ্ন করা হয় নায়িকাকে। তিনি বললেন, হতো বা তাই অথবা না। একটু ধোঁয়াশা থাকুক। কিছু রহস্য সব সময় আনন্দ দেয়। থাকুক কিছু রহস্য জমা। উল্লেখ্য, গেল ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এই সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----