রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিটনেসবিহীন গণপরিবহন অপসারণ নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নগর উন্নয়নে ফিটনেসবিহীন গণপরিবহনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হবেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (২৫ নভেম্বর)। রাজধানীর বুয়েটে নগর পরিকল্পনা সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ মন্তব্য করনে। রিজওয়ানা হাসান বলেন, একটা স্মার্ট সিটি গড়তে একটি প্ল্যানিং করে আগাতে হয়, কিন্তু সরকার থেকে এ বিষয়ে কোনো প্ল্যান করা হয়নি। ঢাকা সিটি নিয়ে প্ল্যান করে কোনো লাভ নেই। ৫৩ বছর শহরগুলোর সিভিল সিস্টেম আমরা ঠিক করতে পারিনি। সরকারি অফিস প্রজেক্ট ছাড়া কাজ করতে চায় না। সব কাজ প্রোজেক্ট না করে, রুটিং অ্যাক্টিভিটিস করলেই অনেক সমস্যা সমাধান হয়ে যায়।’ তিনি বলেন, রাজউকে গেলে সাধারণ মানুষ সেবা পাবে, তা কিন্তু ভাবাই যায় না! মানুষ দরুদ পড়ে রাজউকে যায়। এ অবস্থায় তাদের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করতে হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, ‘ভূমিদস্যুরা যা বলে সেই অনুযায়ী কাজ হয়। এত এত ভূমিদস্যুর কথা শুনি কিন্তু এখন পর্যন্ত কোনো ভূমিদস্যুর শাস্তি পেতে দেখিনি। আমরা সমালোচনা করতে পছন্দ করি, কিন্তু নিয়ম মানতে চাই না।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----