রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাক্তন স্বামীর মৃত্যু: পরীমণির হৃদয় খুড়ে বেদনা!

সংবাদের আলো ডেস্ক:ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন।শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাতে জানাজা শেষে নিজ বাড়ি ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এদিকে সামাজিক মাধ্যমে পরীমণি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দু লাইন তুলে দিয়েছেন। আজ শনিবার নিজেরর ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা!’পোস্টের মন্তব্যের ঘরে পরীর অনুসারীদের একজন লিখেছেন, ‘কথাগুলো সত্য…।’ নায়িকার সঙ্গে একমত হয়ে অন্য একজন লিখেছেন, ‘যার চলে যায় সেই বোঝে।’তবে কাকে নিয়ে নায়িকা এরকম যন্ত্রণাকাতর পোস্ট তা জানাননি। তাহলে কি প্রাক্তন স্বামীর চিরতরে চলে যাওয়ায় পুরনো মায়া মাথাচাড়া দিয়েছে? সে কারণেই কি হৃদয় খুড়ে বেদনা জাগাচ্ছেন পরীমণি? সেসবেরও মেলেনি উত্তর। যদিও নেটিজেনদের ধারণা, প্রাক্তন স্বামীর মৃত্যুতে লাইন দুটি লিখেছেন অভিনেত্রী।জানা যায়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে সৌরভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১২ সালের এপ্রিল মাসে। বিয়ের পর স্ত্রী পরীমণিকে নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ভর্তি করিয়ে দেন একটি কলেজে। কিন্তু সে সংসার বেশিদিন স্থায়ী হয়নি। তবে এই বিয়ে প্রসঙ্গে পরীমণি কখনও মুখ খোলেননি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----