সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে সাম্প্রদায়িক স্লোগান ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় স্বাক্ষরিত এক পত্রে ২৪ ঘণ্টার মধ্যে লিখত জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামানের উপস্থিতিতে তার সমর্থনকারী দুজন ব্যক্তি পৃথক স্থানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন যা ভিডিও ফুটেজে দৃশ্যমান।
একজন বলেন, যদি ফুটবল খেলা হয় তবে আপনারা হিন্দু না মুসলিম কোন দলের পক্ষ নিবেন? অপরজন বলেন, দোয়াত-কলম প্রতীক শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও এর গুরুত্ব রয়েছে। যেহেতু অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অন্য ধর্ম তথা হিন্দু ধর্মাবলম্বী সেহেতু আপনার সমর্থনকারীদের এমন বক্তব্য সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে মর্মে প্রতীয়মান হয়। এতে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ধারা-১৮ (ক) লঙ্ঘন হয়েছে। এমতাবস্থায় প্রার্থী মনিরুজ্জামানের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক জবাব নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়। ‘এমন খুচরা এমপি আমি পকেটে রাখি’ রিটার্নিং কর্মকর্তা গণপতি রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।
শুক্রবার (১৭ মে) দুপুরে এরইমধ্যে তিনি জবাবও দিয়েছেন। এ সময় তাকে সতর্ক করা হয়েছে। এরপরও যদি তিনি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে আমরা কমিশনকে লিখিতভাবে জানাব। প্রসঙ্গত, তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মনির সমর্থকরা। নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের আত্মীয়-স্বজন ও সমর্থকদের বিরুদ্ধেও মনিরুজ্জামান মনির পক্ষে প্রচার ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। এসব বিষয় নিয়ে বুধবার (১৫ মে) দৈনিক কালবেলার শেষ পৃষ্ঠায় একটি সংবাদ প্রকাশ হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.