রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পৃথিবীর সেরা চুম্বনটা ওকে করে এসো’ হৃত্বিককে সুজান

সংবাদের আলো ডেস্ক: অভিনেতার স্ত্রী হয়ে ওঠা সহজ কথা নয়। চরিত্রের খাতিরে অন্য অভিনেত্রীর সঙ্গে শয্যাদৃশ্যেও দেখতে হয় নিজের স্বামীকে। বিয়েরপর অনেক সময় নানা কন্ডিশনে অভিনেতা বা অভিনেত্রীকে অভিনয় করতে হয়। তবে এই সব নিয়ে খুব একটা সমস্যা ছিল না হৃত্বিক-পত্নী সুজ়ান খানের। পর্দায় চুম্বন করতে হবে এমন চরিত্রের জন্য বিশেষ পরামর্শও দিতেন তিনি। নিজেই সেই কথা প্রকাশ্যে নিয়ে আসেন হৃত্বিক।

২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন হৃতিক রোশন ও সুজ়ান খান। তাদের দুই সন্তানও রয়েছে। বৈবাহিক সম্পর্ক নেই, তবে সন্তানদের স্বার্থে বিচ্ছেদের পরও বন্ধুত্ব বজায় রেখেছেন দু’জনেই। বর্তমানে হৃত্বিক ও সুজ়ান পরস্পরের ভাল বন্ধু। সন্তানদের জন্যও প্রায়ই সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। পুরনো এক সাক্ষাৎকারে সুজ়ানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন হৃত্বিক। সেই সাক্ষাৎকারে হৃত্বিককে প্রশ্ন করা হয় ‘ধুম ২’ ছবিতে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য সম্পর্কে।

সেই প্রশ্নের উত্তরেই তৎকালীন স্ত্রী সুজ়ানের প্রসঙ্গে হৃত্বিক বলেছিলেন, “এই দৃশ্যগুলির ক্ষেত্রে আমার স্ত্রীর একটা নির্দিষ্ট শর্ত রয়েছে। ও বলে, ‘পর্দায় যদি চুম্বন দৃশ্য থাকে, দুনিয়ার সেরা চুম্বনটা করে দেখিয়ো।’ এটা আমার কাছে চ্যালেঞ্জের মতো।”

স্ত্রীর সম্পর্কে হৃত্বিক আরও বলেছিলেন, “আমার চুম্বন নিয়ে ও (সুজ়ান) খুবই গর্বিত। ওকে চুম্বনের দৃশ্য পর্দায় দেখানোর আগে আমার ভয় লাগত। ও কী ভাববে, এই ভয় পেতাম না। বরং চুম্বনটা ওর পছন্দ হচ্ছে কি না, তা নিয়ে চিন্তায় থাকতাম। তবে ও প্রত্যেকবারই সন্তুষ্ট হত আমার চুম্বনের ধরন দেখে।”

কিন্তু উল্টো দিকে ‘ধুম ২’ ছবিতে চুম্বন দৃশ্যের জন্য সমস্যায় পড়তে হয়েছিল ঐশ্বর্যাকে। অভিনেত্রী বলেছিলেন, “আমি ‘ধুম ২’ ছবিতেই শুধু এমন দৃশ্যে অভিনয় করেছিলাম। সেই দৃশ্য চিত্রনাট্যের সঙ্গে খুবই প্রাসঙ্গিক ছিল। কিন্তু অবাক লাগে, এই দৃশ্যের জন্য বহু মানুষ আইনি নোটিস পর্যন্ত পাঠিয়েছিলেন। তাঁদের দাবি, ‘আপনি এই দেশের মেয়েদের কাছে অনুপ্রেরণা। দয়া করে এই ধরনের দৃশ্যে অভিনয় করে এমন দৃষ্টান্ত তৈরি করবেন না।‘

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----