শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্ব চীনে স্কুলে ছুরিকাঘাতে নিহত ৮

পূর্ব চীনে স্কুলে ছুরিকাঘাতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব চীনের একটি স্কুলের বাইরে ছুরিকাঘাতের ঘটনায় ৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উক্সি শহরের ইসিং আর্টস অ্যান্ড ক্রাফটস ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজে ঘটনাটি ঘটে। ২১ বছর বয়সী সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ২০২৪ সালে ওই প্রতিষ্ঠান থেকে স্নাতক পরীক্ষা দেন।

কিন্তু পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে ডিপ্লোমা পাননি। ফলে ইন্টার্নশিপে কম বেতন পান। আর বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি।’ পুলিশ আরও জানায়, অভিযুক্ত ‘কোনও দ্বিধা ছাড়াই’ তার অপরাধ স্বীকার করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং ঘটনার পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে। এই হামলার কয়েক দিন আগে সোমবার দক্ষিণ চীনের ঝুহাই শহরে স্টেডিয়ামে গাড়ি চালিয়ে জনতার ওপর উঠিয়ে দেওয়ার এক ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হন।

ওই চালক তার ডিভোর্সের বিষয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন বলে জানায় পুলিশ। এরপর থেকেই চীনে এই ধরনের সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সমাজের ওপর প্রতিশোধ’ নামে একটি সামাজিক প্রবণতা নিয়ে আলোচনা চলছে, যেখানে ব্যক্তিগত অসন্তোষের কারণে অপরিচিত লোকজনের ওপর হামলা করা হয়।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----