শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের সাথে মমিন মন্ডলের শুভেচ্ছা বিনিময়

উজ্জ্বল অধিকারী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন। সোমবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে  নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল বলেন, আপনারা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে নিরসলভাবে কাজ করেছেন।  এলাকার সকলেই আমাকে ভোট দিয়েছেন। বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। এজন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, সাবেক কার্যকারী সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়