রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

পার্শ্বডাঙ্গা চেয়ারম্যানের অপসারণ দাবিতে পরিষদে তালা, ভাংচুর

সঞ্জিত চক্রবর্তী, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: অবৈধভাবে নির্বাচিত চেয়ারম্যানকে অপসারণ দাবিতে পাবনার চাটমোহর উপজেলা পার্শ্বডাঙ্গা ইউনিয়নে বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও ভবনে তালা দিয়েছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ও সমর্থকরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কয়েকটি বিক্ষোভ মিছিল পরিষদে একত্রিত হয়। এ সময় পরিষদে ভাংচুর চালায়। পরে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সব কক্ষে তালা লাগিয়ে দেয় তারা।

এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য জাহিদুল ইসলাম পিন্টু, শিহাব আলী, সংরক্ষিত ইউপি সদস্য পলি খাতুন, নাগরিক সমাজের হাসানুর রহমান, আঃ আলিম, নুরুল ইসলাম, আবু সাঈদ, মাসুদ রানা, রুহুল আমিন,  সাবেক ইউপি সদস্য সামাদ মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, এই চেয়ারম্যান অবৈধভাবে নির্বাচিত, চেয়ারম্যানের প্রত্যেকটা কাজেই দুর্নীতি রয়েছে। জন্ম নিবন্ধন সহ সকল কাগজপত্রের জন্য অবৈধভাবে প্রচুর টাকা নিয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী বলেন, এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে। বিএনপি’র কিছু লোকজন এগুলো করেছে।

প্রসঙ্গতঃ চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে ৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের দায়িত্ব পালন থেকে বিরত রেখে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এরইমধ্যে  নিমাইচড়া, হান্ডিয়াল, বিলচলন ও পার্শ্বডাঙ্গা চেয়ারম্যানের অপসারণ দাবি করে তাদের কক্ষে তালা লাগালো বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়