রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পার্লামেন্টে হাতাহাতিতে জড়ালেন এমপিরা

সংবাদের আলো ডেস্ক:বিভিন্ন সময়ে বিভিন্নজনের সঙ্গে আমাদের বিবাদ হয়ে থাকে। এমনকি পার্লামেন্টে আমরা অনেক সময় কড়া যুক্তিতর্ক বা শক্ত প্রতিবাদ দেখে থাকি। তবে তাই বলে পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ভাবতেই কেমন যেনো অস্বাভাভিক লাগে। শুনতে অস্বাভাবিক মনে হলেও বাস্তবে পালামেন্টে বিবাদে জড়িয়েছেন সার্বিয়ার এমপিরা। সোমবার (২৫ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সার্বিয়ার পার্লামেন্টে এমপিদের মধ্যে হাতাহাতি হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দেশটিতে একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনায় বিরোধী দলের সদস্যরা ক্ষমতাসীন জোটের দায় এড়ানোর চেষ্টা করার অভিযোগ করে ব্যানার নিয়ে প্রতিবাদ করায় এ হাতাহাতির ঘটনা ঘটে। এন১ টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দেশটির বামপন্থি বিরোধী দল গ্রিন পার্টির নেতা রাডোমির লাজোভিচ ‘আপনার হাতে রক্ত লেগে আছে’ শীর্ষক একটি ব্যানার তুলে ধরে প্রতিবাদ জানানোয় এ বিরোধের সূত্রপাত হয়। গ্রিন পার্টির নেতার এমন প্রতিবাদে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাতিবর লোনকার তার দিকে তেড়ে গিয়ে তর্ক করতে থাকেন। তখন অন্যরা তাকে মারধর করেন।এ সময় বিরোধী দলের বাকি সদস্যরা তাকে ‘হত্যাকারী, খুনি’ বলে চিৎকার করতে থাকেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে দেশটির নোভি স্যাড এলাকার একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১৫ জন নিহত হন। এ ঘটনায় দেশটির ক্ষমতাসীন দল ও দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুজসিককে নিয়ে সমালোচনার তৈরি হয়েছে। দেশটির বিরোধী দল ও সাধারণ নাগরিকদের অনেকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছেন। কেননা তিনি মেয়র থাকাকালে এ স্টেশনটির নির্মাণকাজ হয়েছিল। যদিও অভিযোগের বিষয়টি অস্বীকার করে আসছেন তারা। এ ঘটনায় গত সপ্তাহে দেশটির সাবেক এক মন্ত্রীসহ অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পরিস্থিতি সামাল দিতে পারেনি দেশটির সরকার। গত সপ্তাহের এই দুর্ঘটনায় দেশটির একজন সাবেক মন্ত্রীসহ অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তা সত্ত্বেও দেশটির সরকার বিরোধী দল ও জনগণের চাপ সামলাতে ব্যর্থ হচ্ছে। সার্বিয়ার বিরোধী দলগুলো বলছে, সম্ভাব্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ কালক্ষেপণ করেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----