শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

পল্টনে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পল্টনে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি রিকশার যাত্রী ছিলেন এবং আহত ব্যক্তি ওই রিকশার চালক।

রবিবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ ঘটনা ঘটে। পল্টন থানার উপ-পরিদর্শক মো. আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে নিহতের বাড়ি চট্টগ্রাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----