শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নিজ বিভাগের পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ছাত্রলীগের হাবিপ্রবি শাখার সহ-সভাপতি ফুয়াদ। পরে শিক্ষার্থীদের দাবির মুখে তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৪ নভেম্বর)। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরত- এ খুদা একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, ফুয়াদ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী। তবে এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের মধ্যে বিরোধ দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতা ফুয়াদ শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নেন। একই সাথে প্রশ্ন করেন কাদের ইন্ধনে এবং সহযোগিতায় আবাসিক হল গুলোতে অস্ত্র উঠানো হয়েছে? বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, আমার সবার সহাবস্থান চাই। নিরপরাধ কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা তাকে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----