রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিমাপে তেল কম দেওয়ায় ভূঞাপুরে ৪ ফিলিং স্টেশনকে জরিমানা

সংবাদের আলো ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপে তেল কম দেওয়ায় ৪ ফিলিং স্টেশন মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১৮ নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার।দণ্ডপ্রাপ্ত ফিলিং স্টেশনের মধ্যে ভূঞাপুর ফিলিং স্টেশনকে ৭ হাজার, কাকন কলি ফিলিং স্টেশনকে ১০ হাজার, যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার, এবং ভাইবন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলায় অবস্থিত এসব ফিলিং স্টেশনগুলো গ্রাহকদের ওজনে কম দিয়ে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পরিলক্ষিত হয়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘন করায় ৪টি ফিলিং স্টেশনকে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।অভিযান চলাকালে বিএসটিআই কর্তৃপক্ষ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----