রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

সংবাদের আলো ডেস্ক: সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণান্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী। বুধবার (২৭ নভেম্বর) আইএসএস আরিঘাট সামেরিন থেকে এর সফল পরীক্ষা চালানো হয়। খবর এনডিটিভি ।

এ নিয়ে ভারত দ্বিতীয়বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল। নতুন ক্ষেপণাস্ত্রটি সাড়ে তিন হাজার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী আরও অধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----