বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

পঞ্চগড়ে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে চালকসহ নিহত ২

সংবাদের আলো ডেস্ক: পঞ্চগড়ের বোদায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৪ এপ্রিল) সকালে বোদা পৌরসভার খাদোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বোদা উপজেলা শহর থেকে একটি ট্রাক দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক্টর চালক ও এক পথচারী নিহত হন। আহত হন ট্রাক, ট্রাক্টর আরোহীসহ আরও চারজন। আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রংপুরে ও একজনকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়