রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

সংবাদের আলো ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব ৩ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি বিষয়ে বিভিন্ন সময় বলে আসছে বাংলাদেশ সরকার। ধারণা করা হচ্ছে- বিএনপির সঙ্গে এই বৈঠক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বিদ্যুৎ আমদানি বিষয়ে আলোচনা হতে পারে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠক এখন চলছে। সেখানে নেপালের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের যে বন্ধুত্ব তা নিয়ে তো আলোচনা হবে, এটাই স্বাভাবিক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----