নেত্রকোনায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেবামূলক কর্মসূচি
নেত্রকোনা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে নেত্রকোনায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার(২৭ অক্টোবর) সকাল থেকে সারাদিন ব্যাপি জেলা শহরের সাতপাই কোর্ট স্টেশন ও নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অন্যদিকে কুড়পাড় এলাকায় যুবকদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচিতে নানা বয়সি নারী পুরুষ চিকিৎসা নিতে আসেন।
এতে নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা রোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। আয়োজকরা জানান, প্রতিবছর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা আনন্দ শোভাযাত্রা ও কেককাটা হলেও এ বছর বন্যা কবলিত জেলা হওয়ায় আনন্দ আয়োজন বাদ দিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ভিন্ন ভিন্ন স্থানে এ সকল কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি ও সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আজাহারুল ইসলাম কমল।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।