শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরজামাল( ২১) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজামাল চান্দুয়াইল গ্রামের নুর ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক পাম্প দিয়ে বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন নুরজামাল। আসাবধানতা বসত বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এলাকাবাসী আহত অবস্থায় নুরজামালকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম নুরজামালকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, সেচের পাম্পে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে। তবে পরিবারের কোন প্রকার অভিযোগ না থাকায় ঊর্ধ্বতনদের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তক্ষেপ করা হয়েছে। কিন্তু থানয় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----