নেত্রকোনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন
নেত্রকোনা প্রতিনিধি: নানা আয়োজনে নেত্রকোনার হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষ্যে পবিত্র ঈদ- ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় স্থানীয় এনজিও সেরার আয়োজনে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগীতায় জেলা পৌর শহরের কাটলী বঙ্গবন্ধু মোড় এলাকায় এ উপলক্ষে হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেরার নির্বাহী পরিচালক এস এম মুজিবুর রহমান, নেত্রকোনা ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান নির্বাহী
মো: জামাল উদিন খান, পল্লী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুমন খান ও রুপালি মহিলা উন্নয়ন সংস্থার হুসনে আরা সহ আরো অনেকেই।
এ সময় উপস্থিত ছিলেন সেরার সকল কর্মচারী সহ
আউট অফ স্কুল চিল্ড্রেন প্রোগ্রামের এসপিএম, ডিপিএম, সুপারভাইজার ও শিক্ষকরা। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।