রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন উপলক্ষ্যে মানব্বন্ধন ও র‌্যালী

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারিভিযান ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবসটি পালিত হয়েছে। সোমবার(২৫ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় শহরের ছোটবাজার স্থানীয় শহীদ মিনারের জেলার ২৫ টি সংগঠনের নারীরা জমায়েত হয়। পরে সেখানে মানব্বন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল নারী নির্যাতন বিরোধী সংগঠনের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যাললের সাথে সমন্বয় করে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নারী প্রগতি সংঘ, মহিলা পরিষদ, নারীর শান্তি নিরাপত্তা জনিত স্টিয়ারিং কমিটি, নারীপক্ষের তারুণ্যের কন্ঠস্বরসহ সকল সামাজিক সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচীতে অংশ নেন। জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগমের পরিচালনায় বৈষম্য বিলোপের দাবী জানিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি, স্বাবলম্বীর ব্যবস্থাপক কোহিনুর বেগম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, জনপ্রতিনিধি শামীম আরা খানম শিল্পী, ছাত্র সমন্বয়ক হাফসা ইসলাম মুহসহ অন্যরা। এতে শতাধিক নারী অংশ নিয়ে তারা বৈষম্য বিরোধী নানা স্লোগান দেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচি শেষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----