সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাটকীয়তা শেষে দুই চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নানা নাটকীয়তা শেষে আলোচিত চেয়ারম্যান পদপ্রার্থী সামস্ উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তা ও ৬ষ্ঠ রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। একজন সামস্ উদ্দিন চেয়ারম্যান আরেকজন মোহাম্মদ আব্দুল্লাহ।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে সরিষাবাড়িতে চারজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন- মোঃ রফিকুল ইসলাম, সামস উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ ও মোঃ তালেব উদ্দিন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে- আল আমিন ও মোঃ গোলাম মোস্তফা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- জেলী আক্তার ও মাহমুদা খাতুন।

এ ব্যাপারে কথা বলতে চেয়ারম্যান পদপ্রার্থী সামস্ উদ্দিন মুঠো ফোনে সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসাবে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলে তিনি জানান। চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি বিকালের দিকে আবেদন করে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।

এর আগে গত রবিবার চেয়ারম্যান পদপ্রার্থী সামস্ উদ্দিনের পক্ষে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন দেওয়া হয়। পরবর্তীতে তিনি অভিযোগ করেন সমঝোতার কথা বলে কিছু লোক তার কাছ থেকে স্বাক্ষর আদায় করে এবং প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেয়।

এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী সামস্ উদ্দিনের প্রার্থীতা প্রত্যাহার নিয়ে এলাকায় ধ্রম্নজাল সৃষ্টি হয়। এদিকে নানা জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিকালে নিজেই জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুইজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। বাকি দুইজনের মধ্যে প্রতিদ্বন্দিতা হবে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুইজনের মধ্যে প্রতিদ্বন্দিতা হবে।

তাং ২২-০৪-২০২৪

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়