নবীনগরে ৪ শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক অনুদান
মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ শহীদ পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ও দোয়া মাহফিল বুধবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীনগরের শহীদ ৪ পরিবারকে আর্থিক অনুদানে প্রত্যেকটি পরিবারের জন্য ২ লাখ টাকা করে তুলে দেওয়া হয়।
যারা শহীদ হয়েছেন, তারা হলেন, উপজেলার ভিটি বিশাড়া গ্রামের মো. শামছুজ্জামানের সন্তান জাহিদুজ্জামান তানভিন, উপজেলার বিটঘর গ্রামের মোঃ শফিকুল ইসলামের সন্তান তানজিল মাহমুদ সুজন,
কৃষ্ণনগর গ্রামের মো. নান্নু মিয়ার সন্তান মো: কামরুল ইসলাম, থোল্লাকান্দি গ্রামের মমিন মিয়ার সন্তান রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর জামায়াতে ইসলামীর পৌরশাখার আমীর মু. মুখলেসুর রহমান।
প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তার বক্তব্যে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের ব্যবস্থাসহ একটি শোষণহীন, বৈষম্যহীন, সৎ লোকের শাসন ব্যবস্থায় একটি সোনারবাংলা বিনির্মাণের দাবী জানান।
বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর মোহাম্মদ গোলাম ফারুক, জেলা শাখার সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ, কাজী ইয়াকুব আলী। বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মুকবুল হোসেন,
ডা. সিরাজুল ইসলাম, মাওলানা আবু নছর, আতিকুল ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম, শহীদ পরিবারের পক্ষে শফিকুল ইসলাম, মো: নান্নু মিয়া প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।