বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতাবিরোধীদের নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধের লক্ষ্যে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও জনগণের জীবনের নিরাপত্তা বিধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুজ্জামান খান

মাসুম এতে সভাপতিত্ব করেন। শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব রাজীব দেব এর সঞ্চালনায় সভায় স্থানীয় আওয়ামীলীগ সভাপতি, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন ধনু, অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ, উপ-পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন, শ্যামগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল বাসার, নাছিরাবাদ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সুলাইমান আহমেদ, কামাল উদ্দিন শিরু, শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম, আলমগীর হোসেন আলম মেম্বার, আমিনুল ইসলাম সবুজ, স্বাস্থ্য পরিদর্শক বাকি উল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, ছাত্রসমাজ, আলেমসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়