নবীনগরে নোয়াগাঁও ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন কিবরিয়া সভাপতি, সাইফুল সাধারণ
মো: কামরুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নোয়াগাঁও ছাত্র কল্যাণ পরিষদের ২০২৪-২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াগাঁও সমাজকল্যাণ পাঠাগারে মোঃ গোলাম কিবরিয়া মুন্সিকে সভাপতি ও ইমতিয়াজ মাহমুদ সাইফুলকে সাধারণ সম্পাদক হিসেবে ৩১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম, উপদেষ্টা আমজাদ হোসাইন, উপদেষ্টা আহসান উল্লাহ, উপদেষ্টা কবির উদ্দিন মাস্টার, উপদেষ্টা মোঃ হোসেন মাস্টার, উপদেষ্টা মরম আলী মাস্টার, উপদেষ্টা জালাল উদ্দীন, উপদেষ্টা আসাদ মুন্সি, উপদেষ্টা আলমগীর সিকদার, উপদেষ্টা ইউসুফ মুন্সী প্রমুখ। জানা যায়, এ সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।