শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

 মোঃ কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ২টি দেশীয় পাইপগান ৪ রাউন্ড গুলিসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সিতারামপুর এলাকায় অভিযান চালিয়ে সীতারামপুর ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মহিনিপুর গ্রামের মৃত সুধন  মিয়ার ছেলে মোহাম্মদ আলী প্রকাশ জাহাঙ্গীর (২৮), একই গ্রামের মোঃ হারুন অর রশিদ মিয়ার ছেলে মোঃ আব্দুল হাদী (৩৫), মোঃ রফিকুল ইসলামের ছেলে মেরাজুল ইসলাম (২৫), আব্দুল বারী মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (৩০)।

রবিবার তাদের জেল হাজতে  প্রেরণ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ডাকাতি ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে।  নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, এই অস্ত্রধারী সন্ত্রাসীরা নবীনগর এলাকায় ডাকাতি করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। বিষয়টি তদন্ত চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----