নবীনগরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত, নবীনগর উপজেলা শাখার আয়োজনে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর সরকারি পাইলট স্কুল গেইট থেকে জশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এসময় নানা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার, নারায়ে রিসালাত-ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত, নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মতিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপি কৃষকদলের নেতা তকদীর হোসেন মোঃ জসীম ও কে এম মামুনুর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দসহ আরো অনেকে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।