রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে ইউএনও হিসেবে রাজীব চৌধুরীর যোগদান

মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন রাজীব চৌধুরী। গত ২৪ অক্টোবর বৃস্পতিবার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক‍্যাডার। ইতোপূর্বে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ১৪ আগষ্ট ২০২৩ থেকে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কর্মরত ছিলেন।

শিক্ষা জীবনে ২০০৯ সালে বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্রিসেন্ট কেমিক্যাল লিমিটেড, ঢাকা, প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিলেট গ‍্যাসফিল্ডে এসিস্ট্যান্ট ম‍্যানেজার (টেকনিক্যাল) হিসেবে কর্মরত ছিলেন।

২০১৭ সালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে (আরডিসি) হিসেবে যোগদান করেন। তারপর বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন। তারপর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

তিনি ঢাকা জেলার অধিবাসী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----