রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’ আত্মপ্রকাশের অপেক্ষায়

সংবাদের আলো ডেস্ক: নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নতুন এই রাজনৈতিক সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এদিন সংগঠনে আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার ইকরামুল খান (অস্ট্রেলিয়া প্রবাসী) এবং সদস্য সচিব হিসেবে আবুল কালাম আজাদ( সিএনএফ ব্যবসায়ী, চট্টগ্রাম) দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।এর আগে, গত অক্টোবরে রাজনীতিবিদ নায়ক মো. মাসুদ পারভেজ সোহেল রানার নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এই দলের নাম বাংলাদেশ ইনসাফ পার্টি থেকে অনিবার্জ কারণ বশত সংশোধোন করে রাখা হয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।গত ৬ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে নায়ক মো. মাসুদ পারভেজ সোহেল রানার সভাপতিত্বে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার কাছ থেকে ২০টিরও অধিক নাম প্রস্তাব আকারে আসলে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাগ্রত পার্টি গৃহীত হয়। সভায় দীর্ঘ সময় ধরে দলের নীতি-আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচি বিশ্লেষণ করা হয়।প্রত্যেকে তাদের স্ব স্ব মতামত প্রকাশ করেন এবং সভাপতি সেগুলো সমন্বয় করে দেশ ও জনগণের জন্য কল্যাণকর বিষয়গুলো সন্নিবেশিত করে দলের গঠনতন্ত্র ও ইশতেহার প্রণীত হবে বলে জানান তারাঐ দিন নতুন দলের বিশেষ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সার্বিক ব্যবস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, সিনিয়র সাংবাদিক ও লেখক সৈয়দ তোশারফ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নৌবাহিনীর কমোডর (অব.) সানাউল নোমান, সাবেক রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবদুর রহিম মনোয়ারা তাহের মানু ও কাজী শামসুল ইসলাম রঞ্জন সাজিউল ইসলাম রকি, সারোয়ার হোসেন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----