নগরকান্দায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দার কুমার নদে ভেসে থাকা অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামের কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র মন্ডল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।