শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের  নগরকান্দায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগরকান্দা  উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে  আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক রেজাউল আলম রিজু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল, খালিদ, মহিলা দল নেত্রী নারগিছ আক্তার, মাহমুদা খানম,  ছাত্র দল নেতা সুজন, জিসান  প্রমুখ। আলোচনা সভা শেষে র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----