বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাটমোহরে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

সঞ্জিত চক্রবর্তী, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বৈষম্য দুর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন পাবনার চাটমোহর উপজেলার শিক্ষকরা। পরে তারা ইউএনও’র কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ, চাটমোহর উপজেলা শাখা।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাশ একজন সরকারি কর্মচারী, গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পায়। অথচ অনার্স-মাস্টার্স পাশ করে প্রাথমিকের শিক্ষকরা ১৩ তম গ্রেডের বেতন পান। এটা চূড়ান্ত অসম্মানজনক। এই বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেকারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, আতিকুর রহমান, শাহরিয়ার সবুজ, আব্দুল মজিদ, আবুল কাশেম রিন্টু, আব্দুল মালেক, দিল আফরোজ, লাকী আক্তার সহ অনেকে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষকরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়