বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

তেঁতুলিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন – ইমরান

পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে মনোনয়ন জমার দেয়ার শেষ দিনে দেশের বিভিন্ন উপজেলার ন্যায় দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় জমে উঠেছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।

আসন্ন তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা খন্দকার আবু সালেহ্ ইব্রাহিম ইমরান।

আজ সোমবার ( ১৫ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসারেট কাছে খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান তার মনোনয়নপত্র জমা দেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান সহ মোট ৯ জন ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান বলেন’ আমি তরুন ও তেঁতুলিয়াবাসীর আগ্রহের কারনেই আমি প্রার্থী হয়েছি। দল মত নির্বিশেষে তরুন সমাজ আমাকে ভালো বাসে তাই তরুনদের প্রতিনিধি হিসেবেই উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি আশবাদী তেঁতুলিয়াবাসী আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দিবে’।

জানা গেছে,আবু সালেহ্ ইব্রাহিম ইমরান তেঁতুলিয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়