তাড়াশে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে তাড়াশ উপজেলা জাতীয়তাবাদী দল ( বিএনপির)’র কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীদের এক আনন্দ র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বেচ্ছাসেবক দল তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন , উপজেলা বিএনপির সাংগঠনিক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহ আলম ফকির, যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক মিলন খান, এস এম তারেক, মো. শুকুর মির্জা, পিএম নজরুল ইসলাম, খন্দকার শাহাদত হোসেন প্রমুখ। পরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি স.ম.আফছার আলী বলেন, দীর্ঘ ১৬ বছর এই তাড়াশে বিএনপির কোন কর্মসূচি পালন করতে দেয়নি স্বৈরাচার আ’ লীগ সরকার। আজ সময় এসেছে তাই আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে দলীয় কর্মসূচি পালন করছি। শান্তি- শৃঙ্খলা বজায় রেখে সকল নেতা-কর্মী ও সমর্থকদের দলীয় কাজ করার আহবান জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।