মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে অমর একুশে বইমেলা ও সাহিত্য সম্মেলন

তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ (ফেব্রুয়ারি) বুধবার বিকেলে চলনবিল সাহিত্য সাংস্কৃতি ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ সবুজ চত্বরে অপর একুশে বইমেলা ও সাহিত্য সম্মেলনে সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক ও চলনবিল সাহিত্য সাংস্কৃতি ফোরামের আহ্বায়ক আব্দুর রাজ্জাককে সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা মোঃ আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ও সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান।

আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হোসনে আরা লাভলী লাভলী,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, অব: সরকারি কর্মকর্তা শামসুল আলম সেলিম,তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বগুড়া শাহজানপুর মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি, মাগুরা বিনোদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, নারী কাউন্সিলর রোখসানা রুপা,কবি সাহিত্যিক প্রভাষক ফিরোজা পারভীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চলনবিল সাহিত্য সাংস্কৃতি ফোরামের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ