শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাইওয়ানে নির্মাণাধীন ভবনে আগুন, নিহত ৯

সংবাদের আলো ডেস্ক:তাইওয়ানের মধ্যাঞ্চলে নির্মাণাধীন একটি বিশাল খাদ্য প্রক্রিয়াজাতকরণ ভবনে ভয়াবহ আগুনে নয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশটির তাইচুং শহরের একটি পাঁচতলা ভবনে আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভবনটির এক প্রান্ত থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে। আশপাশের বাড়িঘর কালো ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনার সময়, তৃতীয় তলা থেকে ঝাঁপ দেয়ার পরে একজন মারা যান। ঘটনাস্থল থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ইউনিট।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে প্রচুর পরিমাণে ফোম প্যানেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আরো আটজনের লাশ উদ্ধার করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়