ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন বেলকুচির ওমর ফারুক নাঈম
সংবাদের আলো ডেস্ক: ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নব গঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের বেলকুচির তামাই গ্রামের সন্তান ওমর ফারুক নাঈম। বৃহস্প্রতিবার (২৩ মে) ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহ-সভাপতি ঘোষণা করা হয়। এদিকে, বেলকুচির কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি পদে স্হান পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় সিক্ত হচ্ছেন ওমর ফারুক নাঈম।
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক নাঈম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন এবং তার পবিত্র রক্তের সাহসী উত্তরাধিকারী গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বের বিস্ময়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রপথিক, তরুণ প্রজন্মের আইকন জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আগামীর তথ্য প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দেশ ও দক্ষ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।