রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে

 সংবাদের আলো ডেস্ক: ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা সাইন্সল্যাব এলাকায় বাস ভাংচুরের পর তীব্র আকার ধারণ করে। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর ৩টার পর এই সংঘর্ষ শুরু হয়। এতে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে, যখন সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ মোট ৭ দফা দাবিতে এই কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এই পরিপ্রেক্ষিতে রাতেই বন্ধ হয়ে যায় কলেজ। টানা ২০ দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সিটি কলেজ খুলেছিল। একাদশ শ্রেণির ক্লাসের মাধ্যমে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। আজ বুধবার দ্বাদশ এবং বৃহস্পতিবার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ক্লাসও শুরু হওয়ার কথা ছিল। তবে খোলার একদিনের মাথায় সংঘর্ষে জড়িয়ে পড়লো কলেজের শিক্ষার্থীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----