শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পকেটে থাকা চিরকুটে পাওনাদারদের তালিকা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। সোমবার (১৮ নভেম্বর)। ভোরে উপজেলার ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মজিবর পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের আজানের পর ধুপইল এলাকার বাবলু নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙিনায় মেহগনি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. নুরুজ্জামান বলেন, ঠিকাদার মজিবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়েছে ওই ব্যক্তিদের পাওনা টাকার চাপেই মজিবর আত্মহত্যা করেছেন। ওসি আরও বলেন, মজিবর চিরকুটে দাবি করেন, পাওনা টাকা পরিশোধের পরও তারা টাকার জন্য চাপ প্রয়োগ করছিল। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----