রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২৯৫৭ মামলায় জরিমানা ১ কোটি টাকা

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২৯৫৭ মামলায় জরিমানা ১ কোটি টাকা

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২৯৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানে ১২১টি গাড়ি ডাম্পিং ও ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----