শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ট্রাকের বিশাল মিছিল,এত বড় মিছিল কখন দেখেনি তেঁতুলিয়াবাসী

পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শেষ দিনে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় পঞ্চগড় ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাধক সম্রাটের ট্রাক মার্কার বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেতুলতলায় উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ট্রাক মার্কার বিভিন্ন খন্ড খন্ড মিছিল নিয়ে একত্রিত হয় ট্রাক মার্কার কর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এদিকে ট্রাক মার্কার মিছিল ও পথসভায় উপজেলা সাতটি ইউনিয়নের আ’লীগের নেতাকর্মী ও ও ট্রাক মার্কার কর্মী সমার্থক সহ প্রায় কয়েক হাজার সাধারণ ভোটার অংশ নেয়। পরে শান্তি ও সুষ্ঠুভাবে মিছিল ও পথসভা শেষে তারা যে যার মত নিজ নিজ বাড়িতে ফিরে যান।

এসময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তাজিরুল ইসলাম তাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাফফর হোসেনসহ উওজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তবে আয়োজকরা বলেন, তেঁতুলিয়া উপজেলার ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে মানুষের উপস্থিতি আগে কখনো দেখেননি তেঁতুলিয়া উপজেলাবাসি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়