সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৯ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগনাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। রবিবার (৭ জুলাই) সকালে শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় শ্রী শ্রী বড় কালীবাড়ি মদিরের সভাপতি সুভাষ চদ্র সাহা, সহ-সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন সাহা, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার সহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। আগামি সোমবার (১৫ জুলাই) উল্টা রথটানের মধ্য দিয়ে ৯ দিনব্যাপী রথযাত্রা শেষে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----