সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে ‘সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে ‘সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুুপুরে বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রকাশনা সংস্থা ছায়ানীড় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছায়ানীড়ের পরিচালক (প্রশাসন) শাহানাজ রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইন্তাজ উদ্দিন মিঞা, ভূমি কর্মকর্তা  মো. আব্দুস সাত্তার এবং কবি নাহিদ হোসনা।

কর্মশালার মূল আলোচক ছিলেন, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ে মুক্ত পাঠাগারের উদ্বোধন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়