সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে সম্বয়কদের সংবাদ সম্মেলন দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল প্রসক্লাবে সংবাদ সম্মেলন রবিবার (১১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বয়করা বলেছেন, ইতোমধ্যে টাঙ্গাইলবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নাগরপুর-টাঙ্গাইল সড়কের এলাসিন শামছুল হক সেতুর টোল উম্মুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন বাজার কমিটির নেতাদের সাথে বসে সভা করে দ্রুততম সময়ের মধ্যে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করব।

সংবাদ সম্মেলনে সম্বয়করা বলেন, পুলিশ দায়িত্ব না নেওয়া পর্যন্ত পোষাকধারী শিক্ষার্থী তথা বিএনসিসি, স্কাউট, রেডক্রিসেণ্টের কর্মী, ক্যাডেটের শিক্ষার্থী ও নির্ধারিত পোষাকধারীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তবে কোনোভাবেই নির্ধারিত পোষাকধারী ব্যতিত কেউ সড়কে থাকবেনা।

বক্তারা বলেন, কারও উপর অত্যাচার-নির্যাতন বা লুটপাটের জন্য আমাদের আন্দোলন নয়- জনসাধারণের জানমালের সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বয়ক কামরুল ইসলাম, ইমরান কবির ও শাহাদত হোসেন সিয়াম। এ সময় মির্জা স্মরণ, ওবায়দৌউল্লাহ্ ভূইয়া আলিফ ও সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্বয়করা বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। চলতি মাসে ছাত্র-জনতার হাতে ধরে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা টাঙ্গাইলের মানুষদের নিয়ে রক্ষা করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়