বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। এ উপলক্ষ সোমবার (২৬ আগস্ট) সকালে শহরের বড় কালিবাড়ী প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় কালিবাড়ী গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বড় কালিবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, বড় কালিবাড়ী মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন সরকার নেতৃত্ব দেন। এ সময় হিদু ধর্মীয় নেতাকর্মী সহ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা অংশ নেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়