শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

 নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাসের ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর)। ভোররাত সাড়ে ৫টার দিকে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।” তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে মধুপুর থানার ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক বলেন, ভোরে মালাউড়ি এলাকায় বিনিময় বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরও বলেন, তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----