সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে গাড়ির পেছনে ধাক্কায় আম বোঝাই পিকআপভ্যান চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় রবিবার (৭ জুলাই) সামনে থাকা গাড়ির পেছনে ধাক্কা দিয়ে আম বোঝাই একটি পিকআপভ্যানের চালক আলমগীর হোসেন নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাকডহুরা গ্রামের মৃত আমীর আলীর ছেলে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. ইদ্রিচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে আম বোঝাই একটি পিকআপভ্যান দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।পথিমধ্যে সদর উপজেলার করটিয়াস্থ ক্ষুদিরামপুর নামকস্থানে পেঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দিলে চালক তার গাড়িতেই আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. ইদ্রিচ আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছে গাড়িতে আটক থাকা অবস্থায় চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়