টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সুজনের অসাম্প্রদায়িক- মানবিক রাষ্ট্র বিনির্মাণে মানববন্ধন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সুজনের (সুশাসনের জন্য নাগরিক) অসাম্প্রদায়িক- মানবিক রাষ্ট্র বিনির্মাণে শনিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় মানববন্ধন করে।
ভূঞাপুর উপজেলা সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিনের সভাপতিত্বে এবং সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবী রেখে বক্তব্য রাখেন, অধ্যাপক আখতার হোসেন খান, সাংবাদিক শাহআলম প্রামাণিক, মো. আব্দুস সালাম, মনিরুজ্জামান বাবু, রমা রাণী ভৌমিক, হালিমুর রিপন প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।