বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতিকের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মহুলের নির্বাচনী সেলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়ক তবিবুর রহমান লাবু অভিযোগ করেন, সদর উপজেলা ও হরিণাকুন্ডুর বিভিন্ন গ্রামে তার পোস্টার ছিড়ে ফেলছে দুর্বৃত্তরা।

শনিবার শহরের হামদহ এলাকায় ঈগল মার্কার শত শত পোস্টার কে বা কারা ছিড়ে মাটিতে ফেলে রাখে। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে গিয়ে দেখা যায় হামদহ এলাকার প্রিন্স হাসপাতাল থেকে বনবিভাগ পর্যন্ত টাঙ্গানো ঈগল প্রতিকের পোস্টার ছিড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে, কিছু পোস্টার পুড়িয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়