শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঝিনাইদহে দীপায়ন সাংস্কৃতিক একাডেমীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আজিম আলী, ঝিনাইদহ প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে দীপায়ন সাংস্কৃতিক একাডেমীর পক্ষ থেকে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকালে দীপায়ন কার্যালয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা

আসন-৩২৭(ঝিনাইদহ-মাগুরা)এর মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান সিও সংস্থা ঝিনাইদহের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব সামছুল আলম, দীপায়ন সাংস্কৃতিক একাডেমী,ঝিনাইদহের উপদেষ্টা জনাব রুহুল কুদ্দুস খান দুদু, ঝিনাইদহ সিদ্দিকীয়া আলীয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব সাব্বির রহমান রুকু, ঝিনাইদহ সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মনিচুর রহমান কারু, দীপায়ন সাংস্কৃতিক একাডেমী ঝিনাইদহের আজীবন সদস্য গুলশানারা খাতুন, অবসরপ্রাপ্ত বুয়েট কর্মকর্তা জনাব গোলাম কুদ্দুস, নবদীপ্ত শিশু-কিশোর নাট্যদল,ঝিনাইদহের সাধারণ সম্পাদক জনাব কাওসার আলী, সংগীত শিল্পী মোস্তাফিজুর রহমান নয়নসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শতাধিক অসহায় গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।কম্বল প্রাপ্তিতে পৃষ্ঠপোষকতা করেন মাননীয় সংসদ সদস্য জনাব খালেদা খানম ও সিও ঝিনাইদহের নির্বাহী পরিচালক জনাব সামছুল আলম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন দীপায়ন সাংস্কৃতিক একাডেমী ঝিনাইদহের সাধারণ সম্পাদক বি এম আনোয়ার হোসাইন। প্রধান অতিথি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছেন।

মানুষের সেবায় সর্বদা কাজ করেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আমিও তাঁর সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য হিসেবে মানব সেবার ব্রত নিয়ে কাজ করার চেষ্টা করি।আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানুষ যখন উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করার ক্ষণ গগণা করছেন ঠিক তখন দেশের একটি অগণতান্ত্রিক রাজনৈতিক দল দেশের উন্নয়ন অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করতে আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। আর তাদের সাথে যোগ দিয়েছে স্বাধীনতা বিরোধী দেশদ্রোহী জামায়াত শিবিরের সন্ত্রাসী বাহিনী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়